close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

456 بازدیدها· 15/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
12 مشترکین
12
که در سیاست

⁣কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে অভ্যস্থ গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশ স্থলে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া,এডভোকেট আহাদ জুয়েল,লিয়াকত আলী,আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মোহাদ্দিস,বাহাউদ্দীন শাহী,মনসুর আহমদ, ওমর ফারুক সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদসহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন একটি গোষ্ঠি দেশের বৃহত্তম দল জাতীয়তাবাদি দল বিএনপির জনসমর্থনে ঈষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করে একের পর এক অরাজকতা সৃষ্টি করে এর দায় বিএনপি ও সহযোহি সংগঠনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তাছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی