Næste

রাঙ্গুনিয়া শিলক বিএনপির সমাবেশে ঐক্যের ডাক

35 Visninger· 16/09/25
Nezam Uddin
Nezam Uddin
10 Abonnenter
10

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিলক এম শাহ আলম চৌধুরী স্কুল মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত।


ইউনিয়ন বিএনপির আহবায়ক মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মহসিন তালুকদারের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
👉 “দল যাকেই নমিনেশন দিবে, তার সাথেই কাজ করবে নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।”
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান সাহেব এই বাংলাদেশ মেরামতের জন্য ৩১ দফা লিখিতভাবে পাঠিয়েছেন। এটি বাস্তবায়ন মঞ্চে দাঁড়ানো নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয়। এটা আপনার মতামত, পরিশ্রম, সহায়তা ও দোয়া ছাড়া একটিও দফা বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের সম্পৃক্ততায় ৩১ দফা বাস্তবায়ন সম্ভব।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী তপন, ইলিয়াস সিকদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, মসিউদ্দৌলা, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার রোবেল, জেলা যুবদলের সহসভাপতি সাহেদ কামাল, গফুর খান, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহি, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবর আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুবদল নেতা পারভেজ মোশাররফসহ আরও অনেকে।


এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও জিয়া মঞ্চের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Vis mere

 2 Kommentarer sort   Sorter efter


MD Seam Islam
MD Seam Islam 1 måned siden

❤️

2    0 Svar
MD Seam Islam
MD Seam Islam 1 måned siden

D

1    0 Svar
Vis mere

Næste