Næste

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণা দিয়ে উত্তাল চুয়েট!

1,256 Visninger· 10/07/25
Nezam Uddin
Nezam Uddin
6 Abonnenter
6

⁣চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩৬তম সভার সিদ্ধান্ত -১৩৬/১(ঘ) অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। সকলকে এ আদেশ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ পুনরায় জারি করা হলো বলে জানানো হয়।
তবে আজ ১০ই এপ্রিল চুয়েটে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি ঘোষণা করলে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত হল ছেড়ে টিএসসিতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে ছাত্রদলের বিরুদ্ধে।

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste