close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
পিরোজপুরের ভান্ডারিয়াতে অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত অভিযান।
1
0
6 ビュー·
07/04/25
の
法律-裁判所
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে জেলা পরিষ্কার মার্কেটের পাশে সরকারি ফাকা যায়গায় অবৈধ ঘর তোলা হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড এবং দায়িত্বশীল প্রশাসনের লোকজনের উপস্থিত থেকে উক্ত ঘর উচ্ছেদ করা হয়।এছাড়াও ভান্ডারিয়া বাজারের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়। দায়িত্বশীল কর্মকর্তা জানান ৩-৪ বার জরিমানা ও সর্তকতা করার পরেও ফুটপাত দখল করে পথচারীদের কষ্ট দেওয়াতে কিছু দোকানের মালামাল জব্দ করা হয়।এসময়ে বাজার কমিটির সভাপতি ও দায়িত্বশীল গন উপস্থিত হলে পরে এমনটি যেন না হয় সেই নির্দেশনা দেওয়া হয়।
もっと見せる
0 コメント
sort 並び替え