পাঁচ দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
0
0
15 ビュー·
12/10/25
の
政治 (せいじ)
স্টাফ রিপোর্টার,দিনাজপুর > পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে আজ রবিবার দুপুরের দিকে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বিক্ষোভ সমাবেশে ৫দফা বস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।
সমাবেশ শেষে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আমিরঅধ্যাপক আনিসুর রহমান, কমিটির সেক্রেটারি এনামুল হক এবং দিনাজপুরের ৬টি আসনে এমপি মনোনিত ৬জন প্রার্থীসহ অন্যান্যরা।
もっと見せる
0 コメント
sort 並び替え
