close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

অবৈধ নসিমনের কারণে সড়কে জনগণের চলাচলের সীমাহীন দুর্ভোগ।

12 Vues· 15/05/25
Md Nahid Hossain
Md Nahid Hossain
Les abonnés
0

⁣শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার বড়ইতলা ব্রিজের পশ্চিম পার্শ্বের সরকে নসিমনের ধাক্কায় চার চাকার মোটরসাইকেল আরোহী মিথুন শিকারি ও রমজান ছৈয়াল গুরুতর আহত হন,মিথুন শিকারি (৩৭) পিতাঃ অনিল চন্দ্র শিকারি তিনি একজন শারীরিক প্রতিবন্ধী তার নড়িয়া থানাধীন মাদবর বাজার সংলগ্ন এ স্টার রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রনিক্স নামীয় দোকানের মালিক তিনি ও তার কর্মচারী রমজান ছৈয়াল (১৮) গত ১০/০৫/২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় নড়িয়া উপজেলার ঘড়িসার হালইসার বটতলা থেকে ফ্রিজের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে আনুমানিক দুপুর ০৩.০০ টার সময় নড়িয়া উপজেলার বরইতলা ব্রিজের পশ্চিম পাশে চায়ের দোকানের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নসিমনের ধাক্কায় মিঠুন শিকারি ও তার কর্মচারী রমজান ছৈয়াল এবং চায়ের দোকানদার গুরুতর আহত হন, আহত অবস্থায় মিথুন শিকারি ও রমজান ছৈয়াল কে সাথে সাথে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয় এ ব্যাপারে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়,
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন এই ধরনের অবৈধ নসিমনের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুততমভাবে ব্যবস্থা গ্রহণ করেন।
মোঃ নাহিদ হোসেন
নড়িয়া শরীয়তপুর।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant