close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Næste

নিরাপদ কুতুবদিয়া বিনির্মাণে সাংবাদিকদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

9 Visninger· 25/03/25
Nazrul Islam
Nazrul Islam
4 Abonnenter
4


নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া:

কক্সবাজারের কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে "নিরাপদ কুতুবদিয়া বিনির্মাণে করণীয়" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টায় দ্বীপাঞ্চল মাসিক পত্রিকার সম্পাদক আকবর খানের সভাপতিত্বে এ আলোচনা সভা শুরু হয়। আলোচনার বিষযবস্তু মধ্যে উল্ল্যেখযোগ্য ছিল টেকসই বেড়িবাঁধ নির্মান,কুতুবদিয়ার চতুর্পাশে বনায়ন, নিরাপদ ঘাটপারের জন্য ফেরি সার্ভিস চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সুপেয় পানির সংকট নিরসন,লবণের ন্যায্য মূল্য নির্ধারনে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণসহ আরো বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়। অনুষ্ঠানের শুরুতে দৈনিক কক্সবাজার-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এম.এ. মান্নান স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা জামায়াতের আমীর আ,স.ম শাহরিয়ার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক দৈনিক হিমছড়ির সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাসানুর রশীদ, সাংবাদিক নেতা হুমায়ুন সিকদার, কৈয়ারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাজী তাহমিদ ও মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম প্রমুখ।

দৈনিক আজকের পত্রিকা ও এনটিভি-এর প্রতিনিধি আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এহাছান আল কুতুবী, দেশ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক মানবকণ্ঠ-এর জেলা প্রতিনিধি ইসলাম মাহমুদ, দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি এম.এম. হাছান কুতুবী, দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন ও বিজয় টিভির প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, চ্যানেল এস ও মানবকণ্ঠ-এর প্রতিনিধি আনিসুর রহমান হিরো, দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও দৈনিক পূর্বকোণ-এর প্রতিনিধি হাছান মাহমুদ সুজন, দৈনিক আপনকণ্ঠ-এর প্রতিনিধি মহিউদ্দীন ও দৈনিক বিকাল বার্তা-এর প্রতিনিধি মো. হোসাইন প্রমুখ।

Vis mere

 2 Kommentarer sort   Sorter efter


Akm Kaysarul Alam
Akm Kaysarul Alam 3 måneder siden

Good

1    0 Svar
Nazrul Islam
Nazrul Islam 3 måneder siden

Thanks

   0    0
Akram Hossen
Akram Hossen 3 måneder siden

ইফতার মাহফিল ইফতার মাহফিল ইফতার মাহফিল ইফতার মাহফিল

1    0 Svar
Vis mere

Næste