close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

মাইরের উপর ওষুধ নাই অহংকারী মহিলা

358 بازدیدها· 01/05/25
SHARIF MIA
SHARIF MIA
6 مشترکین
6
که در جرم

⁣ইনি হলেন ভাবতা গ্রামের ইয়ার আলী ডাক্তার, যিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা করার পাশাপাশি আসসিফা ট্রাস্ট নামের একটা চ্যারিটি ফান্ডের উপস্থাপক। ভিডিওতে অত্যাচারিত মহিলাটি তাঁর স্ত্রী, প্রথম স্ত্রী। ডাক্তার বাবু দ্বিতীয় বিবাহ করেছেন প্রকাশ্যে ও সামাজিক ভাবেই। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল করা হচ্ছে, কিন্তু কেনো?

দীর্ঘদিন ধরেই ডাক্তার বাবু নিজের দ্বিতীয় বিবাহের ব্যাপারে তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট করে এসেছেন। আজকেই একজনের ফেসবুক ওয়ালে স্ক্রল করতে করতে দেখলাম ডাক্তার বাবুর প্রথম স্ত্রীর লিখিত বক্তব্য অভিযোগও বলতে পারেন। বলা যেতে পারে তিনি তাঁর এই ব্যক্তিগত বিষয়টা নিজে থেকেই প্রকাশ্যে এনেছেন, আমি বা আমরা তাঁর সাক্ষ্য মাত্র।

এইতো কিছুদিন আগেই ডাক্তার বাবু হাদীসের উপর একটা কু মন্তব্য করেছেন, যেটা তর্ক বিতর্কের মাধ্যমেই সম্মানীয় ইমাম সাহেবতাঁর বুদ্ধিতার সঙ্গে মিটিয়ে নিয়েছেন।

ডাক্তার বাবুকে দেখে একটা কথা বুঝতে পারলাম টাকার অহংকার যদি পতনে বিবর্তিত হয় তাহলে সম্মানের অহংকার ধ্বংসে। সেদিন আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বর্ণিত হাদীসকে অপমান করলেন আর আজ দেখুন আপনার নামের পাশের ওই ডাক্তার কথাটাও লজ্জিত হয়ে গেছে।


রিপোর্টার :শরীফ মিয়া

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی