close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Strax

লোহাগড় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত।

16 Visningar· 03/09/25
Nayim Tito
Nayim Tito
Prenumeranter
0
I

⁣লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষীকি পালিত।।

নাইম টিটো নড়াইল প্রতিনিধির পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত।

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আয়োজনে পালিত হলো বাংলার ঐহিত্যবাহী সংগঠন বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী।

আজ ২ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা নিউমার্কেটের সামনে হতে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মিরা বর্ণাঢ্য র্্যালীর আয়োজন করেন। র্্যালীটি সিএন্ডবি চৌরাস্তা হয়ে পাইলট হাইস্কুলে জনসভার স্হানে শেষ হয়।
প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাস সভাপতি নড়াইল জেলা বিএনপি। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জনতার নেতা মনিরুল ইসলাম সাধারন সম্পাদক নড়াইল জেলা বিএনপি। টিপু সুলতান সাংগঠনিক সম্পাদক নড়াইল জেলা বিএনপব আরো বক্তব্য রাখেন আহাদুজ্জামান বাটু সভাপতি লোহাগড়া উপজেলা বিএনপি, সুলতান সেলিমুজ্জামান, সাধারন সম্পাদক উপজেলা বিএনপি,এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। অনুষ্টানের শেষ পর্যায়ে পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ সমাপনি বক্তব্য দিয়ে অনুষ্টান সমাপ্ত ঘোষনা করেন।।

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Strax