close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Tiếp theo

কুতুবদিয়ায় আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের শোডাউন

6 Lượt xem· 23/10/25
Nazrul Islam
Nazrul Islam
8 Người đăng ký
8
Trong Chính trị

⁣নিজস্ব প্রতিবেদক ॥
কুতুবদিয়া (কক্সবাজার)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও
কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলায় এক বিশাল গাড়ি শোডাউন করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট
থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ শোডাউন অনুষ্ঠিত হয়। দরবার ঘাট থেকে শুরু হয়ে
কুতুব দরবার শরীফ, ধুরুং
বাজার হয়ে বড়ঘোপ বাজার বেলাভূমিতে এসে শোডাউনটি শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোডাউন শেষে তিনি বড়ঘোপের হোটেল সমুদ্র
বিলাসে রাত্রি যাপন করেন। পরের
দিন (২৩ অক্টোবর) সকালে
তিনি সাবেক এমপি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর
চৌধুরীর পিতা মরহুম হাবিবুর রহমান এবং মুরালিয়ার মরহুম জালাল আহমদ চৌধুরীর কবর
জিয়ারত করেন।

এর আগে সকালে তিনি কুতুবদিয়া কবি জসিম
উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ‘ভোটের সালাম’ পৌঁছে দেন।

উল্লেখ্য, কুতুবদিয়া-মহেশখালী আসনে বিএনপি এখনো
চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও
প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo