কুতুবদিয়ায় বেড়িবাঁধ রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ কেটে নিচ্ছেন স্থানীয়রা, ঝুঁকিতে পুরো এলাকা
2
0
48 Tampilan·
22/04/25
কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ রক্ষায় ডাম্পিং করা জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। ফলে চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।
উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সরেজমিনে দেখা গেছে, অন্তত ২০-২৫টি বালুভর্তি জিও ব্যাগ কেটে ফেলে ব্যাগগুলো নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ব্যাগ ঘরের চাল ও অন্যান্য বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে।
Menampilkan lebih banyak
0 Komentar
sort Sortir dengan