التالي

কুমিল্লায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

19 المشاهدات· 21/08/25
Rabiul Alam
Rabiul Alam
4 مشتركين
4

কুমিল্লার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা
সফি উল্ল্যাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন পরিষদ।

বুধবার দুপুরে লাকসাম বাইপাস এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সফিউল্লাহ, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের
নেতাকর্মীরা।

এসময় শফিউল্লাহর বিরুদ্ধে সিএনজি ড্রাইভার আব্দুর রহিম কে দিয়ে জোর পূর্বক চাঁদাবাজী মামলা, সোশ্যাল মিডিয়া অপপ্রচার ও মিথ্যা মামলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল থেকে বহিষ্কার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ এবং প্রসানের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্হা নেওয়ার জোর দাবি জানান তারা।

পরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

أظهر المزيد

 1 تعليقات sort   ترتيب حسب


Md Hamidul Islam
Md Hamidul Islam منذ 3 الشهور

R

1    0 الرد
أظهر المزيد

التالي