close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

কুমিল্লা ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত, সহকর্মীদের বিক্ষোভ

20 ビュー· 17/09/25
Rabiul Alam
Rabiul Alam
4 加入者
4

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যোগদানের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো নিয়মিত কাজ শুরু করার পরপরই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ইসমাইল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে কারখানার সামনে বিক্ষোভে অংশ নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিক মৃত্যুর ঘটনায় কুমিল্লা ইপিজেড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কোম্পানির এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি নিয়ে এই মুহূর্তে কোন মন্তব্য করা সম্ভব নয়।”

もっと見せる

 0 コメント sort   並び替え


次に