close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Susunod

কুমিল্লায় দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

15 Mga view· 18/08/25
Rabiul Alam
Rabiul Alam
4 Mga subscriber
4

⁣কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ।

সদর দক্ষিণ উপজেলার চাঁন্দপুর চৌমুহনী এলাকার সড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যার কোনো সুরাহা না হওয়া য় হত্যাকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবী জানান তারা।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন নিহত দুলালের স্ত্রী হনুফা বেগম,নিহতের মেয়ে জেমি,সিমা,সাথি, আবুল ভুঁইয়া,রব মজুমদার, হাজী মিজানুর রহমান, জাবেদ ওমর, নজরুল ইসলাম, কামাল মেম্বার, সোহরাব মৈশান, ফরিদ মাস্টার,আবুল হাসেম ,মাসুম, মনজুর হোসাইন সহ আরো অনেককে।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকার সর্বস্তরের জনগণ।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod