close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Avanti il prossimo

কোম্পানীগঞ্জে শিক্ষক - কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

13 Visualizzazioni· 16/05/25
Abdullah al Mamun
0


প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি,


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. হারুনুর রশিদ ও শহিদ উল্যাহ খোকন। সভার সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, হাজারীহাট স্কুল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদী বাবু, ফরিদ উদ্দিন রাশেদসহ অনেকে।

বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল ভিত্তি। তাদের মর্যাদা ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তারা আরও বলেন, "একটি শিক্ষাবান্ধব সমাজ গড়তে হলে শিক্ষক সমাজের ঐক্য ও সচেতনতা জোরদার করতে হবে। দলীয় বিভাজন পেরিয়ে সবাইকে পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায় নুরুল আলম শিকদার বলেন, বিদ্যালয়গুলোতে যে হারে দুর্নীতি বেড়েই চলেছে, কিছু বললেই তো দোষ। উচ্চ বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, এখানে এমন ভাবে দুর্নীতি করা হয়েছে তা বললেই বিশ্বাস করবেন না। আয় ও ব্যায়ের যে হিসাব দেখানো হয়েছে তার কোন অস্তিত্ব নেই। দুর্নীতি করারও তো একটা সীমা আছে। যে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে। উপজেলা প্রশাসনকে এসব বিদ্যালয়গুলোকে খতিয়ে দেখা দরকার। আর স্কাউট ভুবনের আয় এবং ব্যয় এর তদারকি করা দরকার প্রশাসনের।

সাধারণ সভার শেষাংশে বিগত কমিটির কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo