“কমিটি ভাঙলেও ঐক্যে ভাঙন নেই” — মু. মাসুম বিল্লাহ
1
0
3 المشاهدات·
22/01/26
في
السياسة
গলাচিপা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মু. মাসুম বিল্লাহ বলেছেন, দলীয়ভাবে এমন সিদ্ধান্ত আসতে পারে—এটা আমরা আগে থেকেই জানতাম এবং সে অনুযায়ী প্রস্তুত ছিলাম। কমিটি ভেঙে দেওয়া হলেও এতে আমাদের কোনো সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, “আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং ইনশাল্লাহ আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো।”
তার এই বক্তব্য বিএনপির নেতা-কর্মীদের মাঝে ঐক্য ও স্থিরতার বার্তা দিয়েছে।
ভিডিওতে শুনুন তার পূর্ণ বক্তব্য।
أظهر المزيد
0 تعليقات
sort ترتيب حسب
