কম বয়সী ছেলেকে দেশ পরিচালনায় দিলে ব্যালেন্স থাকবে না- বিএনপি নেতা রঞ্জন
4
0
3,697 Vues·
30/06/25
Dans
Entretien
🔹 প্রসঙ্গ: সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন পরিশেষে পেলেন বহিষ্কারাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ সংকট ও বর্তমান প্রেক্ষাপটে তাঁর অবস্থান এবং পরিকল্পনার কথা।
.
🔹 পেছনের ১৬ বছর ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক নির্যাতন:
তারিখ: ২৮ জুন ২০২৫ইং
বার: শনিবার
সময়: সন্ধ্যা ০৭.০০টা
.
🔹 প্রধান অতিথিঃ রাশেদুল হাসান রঞ্জন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
Montre plus
শুভ কামনা