খুলনার ময়লাপোতায় বিপজ্জনক সড়ক, প্রতিনিয়ত ঝুঁকিতে পথচলা
1
0
3 Tampilan·
31/07/25
খুলনার ময়লাপোতায় বিপজ্জনক সড়ক, প্রতিনিয়ত ঝুঁকিতে পথচলা
খুলনার ময়লাপোতা এলাকার একটি সড়ক অংশ এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা এ রাস্তায় একটু এদিক-ওদিক হলেই নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যেতে পারে যানবাহনের চাকা। ৩০ কিলোমিটার গতিতে ধাক্কা খেলে মনে হবে যেন ৬০ কিলোমিটার গতিতে ধাক্কা খাচ্ছে—আঘাত কতটা ভয়ানক হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। সড়কটির এমন ভয়াবহ অবস্থায় প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কায় থাকেন পথচারী ও যানচালকরা।
Menampilkan lebih banyak
0 Komentar
sort Sortir dengan
