close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কফিন মিছিল ক্ষতিগ্রস্ত বিনিয়োগ কারীদের।
2
0
21 Tampilan·
18/05/25
কফিন মিছিল বাংলাদেশ ব্যাংকের সামনে
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আজ ১৮ মে ২০২৫ বেলা ২.৩০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে কফিন মিছিল করে। মিছিলটি র আয়োজন করেন ক্যাপিটেল মার্কেট ইনভেস্টমেন্ট ফোরাম। এসময় তারা পুজিবাজারের নানা অনিয়মের কথা তুলে ধরে নিয়ন্তক সংস্থার প্রধান রাশেদ মাকছুদের পদত্যাগ দাবী করে মিছিল করেন। মিছিল কারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের পুরাতন স্টক এক্সচেঞ্জ অফিসের সামনে এসে জানাজা পরে শেষ করেন। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন ৭২ ঘন্টার মধ্যে রাশেদ মাকছুদের অপসারণ দাবী করেন।
Menampilkan lebih banyak
0 Komentar
sort Sortir dengan