close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Als nächstes

কালিগন্জের,শামিমা মৃত্যু নিয়ে সন্দেহ জনসাধারণের, শঠিক তদন্তের দাবিতে মানববন্ধন,

27 Ansichten· 23/08/25
Monjuroul Haque
Monjuroul Haque
Abonnenten
0

⁣ঝিনাইদহ জেলার কালীগঞ্জে শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes