close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

জুলাই'২৪ গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

16,382 意见· 05/08/25
Juwel Hossain
Juwel Hossain
32 订户
32

⁣সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো "জুলাই গণঅভ্যুত্থান দিবস"। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মালশাপাড়া ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

আবেগঘন পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রাজনৈতিক সংকট ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনে শহীদ হওয়া নেতা-কর্মীদের স্মরণেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এ দিবসটি পালন করে আসছে। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জ, যেখানে সে সময়কার সংঘর্ষে অন্তত ৩১ জন তরুণ নেতা-কর্মী শহীদ হন।

এদিন মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করা হয়। এছাড়াও স্মরণ করা হয় আব্দুর রশিদ, আব্দুল আলীমসহ সিরাজগঞ্জ ও দেশের অন্যান্য শহীদদের।

কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সহ-সভাপতি ডা. এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস এবং বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোকাদ্দেস আলী বলেন,“জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র রক্ষার সাহসী অধ্যায়। যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”

সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন,“আমরা শহীদদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূলের প্রতিটি কর্মী আজও তাঁদের রক্তঋণ মাথায় নিয়ে রাজপথে অবিচল।”

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে গণ-আন্দোলন গড়ে তোলে। জুলাই মাসে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী সংঘর্ষের মধ্য দিয়েই শুরু হয় দেশের রাজনীতির বড় পরিবর্তন।

显示更多

 0 注释 sort   排序方式


下一个