close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

اگلا

⁣ঝালকাঠিতে সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি

13 مناظر· 23/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 سبسکرائبرز
7

ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার কচুয়া রাজাপুর সংযোগ সড়কের বটতলা বাজার সংলগ্ন একটি ব্রিজের পাশে বড় বড় গর্ত বা খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই সড়কটি দিয়ে নিয়মিত পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন চলাচল করে, কারণ এখানে কচুয়া বেতাগী ফেরিঘাট রয়েছে। ব্রিজের মোড়ে এমন গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।


স্থানীয়রা জানিয়েছেন, গর্তের সামনে বা পেছনে কোনো ধরনের সতর্ক সংকেত নেই। এর ফলে রাতের বেলায় বা অসতর্ক অবস্থায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।


এলাকাবাসীর দাবি, সড়ক ও জনপথ বিভাগের উচিত দ্রুত এই খানাখন্দ মেরামত করা, যাতে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই এর সমাধান করা যায়। তারা দ্রুত এই সড়কের সংস্কারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا