Up next

ঝালকাঠির কাঁঠালিয়াতে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

2 Views· 15/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
1 Subscribers
1

আজকে ১৫ জুলাই ১১ টার সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এছাড়াও ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( কাঁঠালিয়া রাজাপুর) মো: শাহ আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কাঠালিয়া থানা কর্মকর্তা মং চেংলা।শিক্ষার্থী ফারিয়া ইসলাম অহনা ও আশিকুর রহমান নাহিদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম।

এতে মোট ২১ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন।জেনারেল থেকে ১৭ জন মাদ্রাসা থেকে ২ জন ও ভোকেশনাল থেকে ২ জন এই সংবর্ধনা পেয়েছে।

Show more

 0 Comments sort   Sort By


Up next