close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

अगला

ঝালকাঠির কাঁঠালিয়াতে এক পুকুরের ১০ লক্ষ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ।

14 विचारों· 11/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
1 ग्राहकों
1

ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরে
রাসায়নিক সারের বিষ ক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন মাছ চাষের পুকুরে রাসায়নিক সারের বিষ ক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে । পুকুরটির মালিক স্থানীয় ছাত্রদল নেতা ইমরান গোলদার। ছাত্রদলের চার বন্ধু মামুন পোদ্দার, ইমরান গোলদার, সোহেল মোল্লা ও এমাদুল খাঁ মিলে দীর্ঘ ৮-১০ বছর ধরে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছিলেন।
আজ ১১ জুলাই শুক্রবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে দুর্গন্ধ ছড়ায় এবং প্রায় সব মাছ মরে ভেসে উঠে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ইমরান গোলদার জানান," মাছ চাষ করা পুকুরের পাশে আমুয়া বাজারের সারের ডিলার সাইফুল ইসলামের রাসায়নিক সারের গুদাম রয়েছে। এ গুদামে ঘটনার দিন ধারন ক্ষমতার চেয়ে তিন চার গুন বেশি রাসায়নিক সার মজুদ করা ছিলো। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গুদাম ঘরটি দেবে গিয়ে প্রায় ৩ টন রাসায়নিক সার পুকুরে পড়ে যায়। পানির সাথে সার মিলে বিষ ক্রিয়া তৈরি হয়, এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা যায়"।
ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला