Als nächstes

ঝালকাঠির বিকনায় স্টেডিয়াম সংলগ্ন বসতঘরে আগুন, রাতের নিস্তব্ধতা ভাঙল আতঙ্কে

5 Ansichten· 02/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
Abonnenten
0

⁣⁣

ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত গভীরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, শাড়ি-কাপড়, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

বসতঘরের মালিক জানান, হঠাৎ আগুন দেখি ঘরের একাংশ দাউ দাউ করে জ্বলছে। প্রাণভয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes