close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টাস

185 Lượt xem· 18/10/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 Người đăng ký
4

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের আয়োজনে ১৫০০শত প্যারেন্টস নিয়ে গতকাল শুক্রবার রাত পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেন্টারে । জ্ঞান বিজ্ঞানের নানান বিষয়ে শিশু শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন অভিভাবকেরা। উৎসবি আমেজে পুরো আয়োজন পরিনত হয় মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন,। বিশেষ অতিথি অধ্যক্ষ আনিসুর রহমান, ড.শামসুজ্জোহা, মাওলানা সিরাজুস সালেহীন।
প্যারেন্টিং-এ প্রধান আলোচক ছিলেন ⁣ইন্টা: পিস ফাউন্ডেশনের ⁣চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ আলোচক ছিলেন⁣: পিস ফাউন্ডেশনের ⁣⁣সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন দিনাজপুরের ⁣ ইন্টা: পিস স্কুল অ্যান্ড কলেজের⁣ চেয়ারম্যান ⁣রাজেবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্টানের এক্সিকিউটিভ সেক্রেটারি সোহেল রানা, ভাইস প্রিন্সিপাল রাওফাত জাহান, একাডেমিক কোর্ডিনেটর সাদিয়া আফরিন সহ সকল শিক্ষক মন্ডলী।
সাংস্কৃতিক অনুষ্টানে বিনোদনের মধ্য দিযে সমাপ্তি ঘটে আয়োজনের। অনুষ্ঠানে ইসলামী ও দেশত্ত্ববোধক গান অভিনয় ও নাটিকা উপস্থাপন করা হয় যা অত্র স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo