close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Als nächstes

গুয়াপঞ্চকে বিনামূল্যে খৎনা-কর্ণাছেদন ক্যাম্প অনুষ্ঠিত

3 Ansichten· 26/04/25
Imran Hossain
Imran Hossain
Abonnenten
0

চট্টগ্রামের আনোয়ারার উত্তর গুয়াপঞ্চকে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.) ও তদীয় প্রথম প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মৌলানা শাহ্সূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপী (ক.) স্মরণে ১১ তম মিলাদ মাহফিল ও বিনামূল্যে খৎনা এবং কর্ণছেদন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকায় গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে বিনামূল্যে খৎনা এবং কর্ণছেদন ক্যাম্প এবং মিলাদ মাহফিলে প্রধান মেহেমান ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে চরণদ্বীপী (ক.) রাহনুমায়ে শরীয়ত, পীরে ত্বরীকত হযরতুলহাজ্ব শাহ্সূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী (ম.), প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

সংগঠনের আহবায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ ইসমাঈলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দরবারের নায়েবে মোস্তাজিম হযরতুল আল্লামা পীরজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী (ম.), উদ্বোধক ছিলেন দরবারের নায়েবে মোস্তাজিম ও আল্লামা শাহ্ অছিয়র রহমান একাডেমী পরিচালক শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ্ ফারুকী, প্রধান ওয়ায়েজীন আমির বিবি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম নূরী, অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাগির আহমদ সওদাগর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন, আবুল হোসেন সওদাগর, জসিম উদ্দিন কন্ট্রাক্টর, গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নুর মিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে খৎনা এবং কর্ণছেদন ক্যাম্পে সার্বিক সহায়তা করেন ডা. মেজবাহ্ উদ্দিন শওকত। এসময় ৪২ জনকে ফ্রি খতনা, ১৫০ জনকে কর্ণছেদন ও তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes