Suivant

ফ্লাইটে সহযাত্রীকে চড়, আজীবন নিষিদ্ধ অভিযুক্ত যাত্রী

14 Vues· 03/08/25
আই নিউজ বিডি ডেস্ক
3,492

⁣ইন্ডিগো এয়ারলাইন্সের মুম্বাই-কলকাতা রুটের একটি ফ্লাইটে সহযাত্রীকে চড় মারার ঘটনায় অভিযুক্ত এক যাত্রীকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্ডিগো এয়ারলাইনস। ⁣গত বৃহস্পতিবার, ৩১ জুলাই ঘটনাটি ঘটে। পরদিন ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, তারা বিমানের ভেতরে এমন উশৃঙ্খল আচরণ সহ্য করবে না এবং বিধি অনুযায়ী অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা, সম্মান ও স্বাচ্ছন্দ্য রক্ষা তাদের মূল লক্ষ্য ।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant