- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
একদিনের স্কুল নয়, একদিনের উৎসব: শহীদ মডেল স্কুলের রঙিন সকাল
সকাল থেকেই শহীদ মডেল স্কুল যেন শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—একটি প্রাণবন্ত মিলনমেলা। রঙিন বেলুন, ব্যানার, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের গর্বিত মুখ—সব মিলে যেন তৈরি হয়েছে এক অনন্য আয়োজন।
কারণ একটাই—২০২৫ সালের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যার সাথে যুক্ত ছিল এক জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।
পড়াশোনা শুধু নম্বর নয়, একটা অনুভবের নাম— এই দিনে কেবল উত্তীর্ণ বা কৃতিত্বের সনদ নয়, স্বীকৃতি পেয়েছে শিক্ষার্থীদের চেষ্টা, অধ্যবসায় ও স্বপ্ন। একরাশ হাসি নিয়ে তারা মঞ্চে উঠেছে, গ্রহণ করেছে পুরস্কার। শুধু মেধাবীদের জন্য নয়, এই পুরস্কার বিতরণ ছিল এক অনুপ্রেরণার মুহূর্ত, সবার জন্যই।
প্রধান অতিথির আসনে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তার প্রতিনিধি সহকারী জেলা শিক্ষা অফিসার বিশ্বজিত কুমার সাহা যখন বলছিলেন— “শুধু ভালো ফল করলেই হয় না, ভালো মানুষও হতে হবে”— তখন পুরো হল রুমজুড়ে ছিল প্রশংসার মৃদু গুঞ্জন।
শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সম্মিলিত হাত ধরে— বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, “আজকের ছোট্ট কণ্ঠগুলো আগামী দিনের নেতৃত্ব দিবে—এই আশাই আমাদের এগিয়ে যেতে হবে।”
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম শহীদ ছিলেন পুরো আয়োজনের প্রাণ। শুধু সভাপতির দায়িত্বই নয়, তিনি ছিলেন সবার অভিভাবকের মতো। অনিবার্য কারণে অনুপস্থিত থাকলেও অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন প্রতিষ্ঠানটির পরিচালক হাসানুজ্জামান রনজু স্যার। তিনি বলেন, “আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা চাই মনন গঠনের শিক্ষা। শহীদ মডেল স্কুল তাই শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি চেতনার নাম।”
পুরস্কার বিতরণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট শিক্ষার্থীরা যখন কাব্য পাঠ করছে, গাইছে দেশাত্মবোধক গান, কিংবা দলীয় নৃত্যে মঞ্চ কাঁপাচ্ছে—তখন উপস্থিত সবাই যেন ভুলে গেছে সময়ের হিসাব। অভিভাবকদের চোখে ছিল আনন্দ, গর্ব আর প্রশান্তির ছায়া।
একটি দিন, একটি আয়োজন—কিন্তু বার্তা ছিল অনেক বড়। শিক্ষা কেবল পঠিত বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, তার বিস্তার হয় মন ও সংস্কৃতির আকাশে। শহীদ মডেল স্কুল সেই শিক্ষার বাতিঘর।
এই দিনের আনন্দ, স্বীকৃতি আর আত্মবিশ্বাস হয়তো শিক্ষার্থীদের স্মৃতিতে থেকে যাবে আজীবন। হয়তো অনেক বছর পর তারা বলবে—
“হ্যাঁ, আমি সেই স্কুলে পড়েছিলাম, যেখানে স্বপ্ন দেখতে শেখানো হতো।”
স্থান: শহীদ মডেল স্কুল, সিরাজগঞ্জ
তারিখ: ১০ জুলাই ২০২৫
শ্রেণিভিত্তিক অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা: প্রায় শতাধিক
অনুষ্ঠানের আয়োজনে: বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ