close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
দিনাজপুরে আটক গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি সারোয়ারকে গাইবান্ধা পুলিশে হস্হান্তর
2
0
65 विचारों·
16/04/25
में
राजनीति
নিজস্ব প্রতিনিধি> দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গতকাল মঙ্গলবার রাতে আটক গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবীরকে আজ বুধবার গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। আটক সারোয়ার আওয়ামী লীগের গাইবান্ধা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রেস ব্রিফিংয়ে জানান, গাইবান্ধা থানায় হত্যা চেষ্টা এবং বিষ্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় সারোয়ার কবীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দিনাজপুরে বোন ভগ্নিপতির বাড়ীতে আত্বগোপন করেছিলেন তিনি। আজ বুধবার তাকে গাইবান্ধা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
এসময় একটি প্রিজন ভ্যানে তুলে তাকে নিয়ে গন্তব্যে ছুটে যায় গাইবান্ধার থানা পুলিশ।
और दिखाओ
0 टिप्पणियाँ
sort इसके अनुसार क्रमबद्ध करें
