দিনাজপুরে আনন্দ উল্লাসে নববর্ষ ১লা বৈশাখ বরনে নিরাপত্তায় পুলিশের প্রস্তুতি, নেই নাশকতার আশংকা
1
0
12 Görünümler·
13/04/25
İçinde
Ulusal
দিনাজপুরে আনন্দ উল্লাস এবং নিরাপদে নববর্ষ ১লা বৈশাখ বরনে প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। এব্যাপারে আজ রবিবার বিকালে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। নাশকতার আশংকা নেই বলে জানিয়েছেন তিনি। তবে সে ধরনের তথ্য থাকলে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন (ক্রাইম এন্ড অপস্) মিডিয়া ফোকাল পয়েন্টর দ্বায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসাইন এবং বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানসহ অন্যান্যরা।
Daha fazla göster
0 Yorumlar
sort Göre sırala