הבא

দিনাজপুর ৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন দাবি

14 צפיות· 19/11/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 מנויים
4

স্টাফরিপোর্টার,দিনাজপুর> দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তণ এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবিতে আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর প্রেস ক্লাবে যৌথ ভাবে সংবাদ সম্মেলন করেছে ওই আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল হালিম এবং অবসরভোগী কর্নেল মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনের আগে দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে প্রেস ক্লাবে হাজির হন এলাকার নেতাকর্মীরা।

মনোয়ন প্রত্যাশী বিএনপির জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম ও অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আসনে মনোনিত প্রার্থী আক্তারুজ্জামানকে পরিবর্তন করা না হলে আসনটি জামায়াতের প্রার্থীকে জয় এনে দেবে। নেতাকর্মীসহ সাধারন ভোটারদের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলে জয় পাবে বিএনপির ধানের শীষের প্রার্থী।
গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় দিনজপুর ৪ আসনে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণার সাথে সাথে খানসামা এবং চিরিরবন্দর উপজেলা জুড়ে সর্ব সাধারনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে। ১৬ নভেম্বর খানসামা ও চিরিরবন্দর উপজেলার হাজার হাজার বিএনপির ভোটার খানসামা উপজেলার পাকেরহাটে একত্রিত হয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করার দাবিতে মৌন মিছিলসহ মতবিনিময় সভা করেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দুই প্রত্যাশী জানান পরিবর্তনের পর যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করবেন তারা।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא