দিনাজপুর ২ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী পিনাক চৌধুরীর শো-ডাউন প্রচারনা শুরু
0
0
9 Visualizzazioni·
18/11/25
In
Politica
স্টাফ রিপোর্টার> দলীয় প্রার্থী হিসেবে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে নাম ঘোষনার সাথে নেতাকর্মীদের নিয়ে প্রচারনা শুরু করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। প্রতিদিন ছুটছেন সব শ্রেণির ভোটারদের দ্বারে দ্বারে। নিচ্ছিন আর্শিবাদ, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।
নেতাকর্মী সমর্থকদের শতশত মোটর সাইকেলের বহরে মেঠোপথে ভোটারদের কাছে ছুটছেন তিনি। হাতে তুলে দিচ্ছেন প্রচারপত্র, ধানের শীষ প্রতীক। কুশল বিনিময়ে কথা দিচ্ছেন এলাকার উন্নয়ন এবং বিরাজমান সমস্যা সমাধানের।
Mostra di più
0 Commenti
sort Ordina per
