close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Sljedeći

ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয

359 Pogledi· 14/06/25
SHARIF MIA
SHARIF MIA
111 Pretplatnici
111

⁣ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি পৌরসভার ০১ নং ওয়ার্ডের আইঙ্গন এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ০৫ শত চারা রোপণ করা হয়। দলটির নেতা জানান, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ধামরাই পৌর এলাকায় ০৩ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নেও চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, সম্রাট বাবর, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা সাইখ আহমেদ প্রমুখ।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći