close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রসহ গ্রেপ্তার

3 بازدیدها· 17/07/25
Imran Hossain
Imran Hossain
3 مشترکین
3
که در ملی

চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র, নগদ টাকা, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ছয়টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির পুকুর ঘাটের নিচ তুরস্কের তৈরি ১টি এক নলা বন্ধুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ বরুমচড়া ইউনিয়নের একই এলাকার মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর পুত্র।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ এবং সরঞ্জাম এনে বাড়িতে অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে এগুলো সরবরাহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত বাড়ির পুকুর ঘাটে লুকিয়ে রাখা অস্ত্রে সরঞ্জামসহ উদ্ধার করা হয় তুরস্কের তৈরি ১টি এক নলা বন্ধুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজে অস্ত্র তৈরীসহ সরবরাহও করে নিজেই৷ এগুলো মনিটরিং করার জন্য বাড়ির চারিপাশে লাগিয়েছে সিসি ক্যামেরা। এছাড়াও যে স্থানে অস্ত্র গুলো রেখেছে সেখানেও বসিয়েছে ক্যামরা। অস্ত্র ও অস্ত্র তৈরীর সকল সরঞ্জামের ছবিও নিজের মোবাইলে সংরক্ষণ রেখেছে।'

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত চট্টগ্রাম শহরে ব্যবসা করেন, আর ব্যবসার আড়ালে অস্ত্র তৈরীসহ সরবরাহ এসব করেন। তার বিরুদ্ধে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی