close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

下一个

বঙ্গোপসাগরে ১৮ জেলে ও ট্রলার উদ্ধার করল নৌবাহিনী

1,757 意见· 23/07/25
Nazrul Islam
Nazrul Islam
8 订户
8
国家

⁣কক্সবাজারের
মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভেসে থাকা 'হাবিবা' নামের একটি মাছ ধরার ট্রলার ও এর ১৮ জন
জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।



মঙ্গলবার (২২ জুলাই) সাধারণ টহলের জন্য
নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'শহীদ ফরিদ' মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে ভাসমান
অবস্থায় এটিকে শনাক্ত করে। বিপদসংকেত পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজের সদস্যরা
দেখতে পান, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ভাসছে।



জেলেরা জানান,
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে চার দিন ধরে আটকে পড়েছেন ।এ সময় তাদের খাবারে ও পানির ঘাটতি
থাকার ফলে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী মানবিক সহায়তা প্রদান করে এবং ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়ায় পৌঁছে দেয়। জেলেদের মধ্যে কেউ গুরুতর
অসুস্থ না থাকলেও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলে
জানিয়েছে নেভী।



জানা গেছে,
ট্রলারটি ভোলার মনপুরা এলাকা থেকে মাছ ধরতে সাগরে গিয়েছিল। উদ্ধার
হওয়া জেলেরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নেভী জানায়,
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, ব্লু-ইকোনমি
সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা
নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজ নিয়োজিতকরণের মাধ্যমে সমগ্র
বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে । যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个