ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
ভান্ডারিয়ার ভেদুরিয়া স্টিল ব্রিজের জরাজীর্ণ অবস্থা: মারাত্মক ভাবে জখম এক।
পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বারিধারা রাধানগর উপশহর এলাকায় অবস্থিত ভেদুরিয়া স্টিল ব্রিজের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। ব্রিজটির স্টিলের পাতগুলি প্রয়োজনীয় নাট-বল্টু বা ছোট পাত দিয়ে সংযুক্ত না থাকার কারণে বর্তমানে এটি হয়ে উঠেছে মরণফাঁদ।
প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় পাতগুলি উপরে উঠে যাওয়ার ঘটনা দেখা দিয়েছে। গত বুধবার রাত ৮:৩০ টার দিকে এমনই একটি ঘটনা ঘটে যখন একটি গাড়ি ব্রিজ পার হচ্ছিল। পথচারী মো: সালাম হাওলাদার, যিনি রাধানগর এলাকার স্থায়ী বাসিন্দা, তখন ব্রিজের পাশে চলছিলেন। ব্রিজের পাত উপরে উঠে যাবার ফলে তার এক পা সেখানে ঢুকে পড়ে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান যে, ভেদুরিয়া স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং এর রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কাছে বারবার আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
ব্রিজটি দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, একটি জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম শুরু করা প্রয়োজন যাতে করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলেও, বাস্তবে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এলাকাবাসীরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
গুরুতর সমস্যাটি সমাধানে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তবে এটি স্থানীয় অর্থনীতি এবং জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।