close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

বগুড়ায় বাড়িতে ঢুকে বউ-শাশুড়ীকে জবাই করে হত্যা

3 Lượt xem· 17/07/25
মিনহাজুল বারী
2

⁣বগুড়ায় বাড়িতে ঢুকে বউ-শাশুড়ীকে জবাই করে হত্যা

বগুড়া শহরতলীর ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাইলি খাতুন (৫৫) ও তাঁর ছেলের স্ত্রী হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদা’র কোপে আহত হয়েছে লাইলির ১২ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির এই হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধের সূত্র ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তাঁর ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রাম দা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেয়।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo