close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

32 بازدیدها· 19/06/25
মিনহাজুল বারী
2

⁣বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১) এবং অন্যজন বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান। তৃতীয় নিহতের নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی