最新视频

belayethowlader
32 意见 · 4 月 前

মাদারীপুর প্রতিনিধি :বেলায়েত হাওলাদার।
জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বৃহস্পতি বার (১৮/০৬/২৫ ইং) দিনব্যাপী সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

belayethowlader
23 意见 · 5 月 前

⁣ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ভ্যানের সংঘর্ষে এক নিহত, আহত ১

মাদারীপুর, ১৭ জুন ২০২৫
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বড় ব্রিজের ঢালে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে একটি বাস ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় সরজ আলী (৪৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। তিনি মাদারীপুরের ঘটকচর বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। নিহত সরজ আলী ঘটনার সময় ভ্যানে করে বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

显示更多