close

লাইক দিন পয়েন্ট জিতুন!

अगला

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর গম ও ভূট্রা গবেষনা ইন্সটিটিউটে দোয়ার মাহফিল

11 विचारों· 08/01/26
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 ग्राहकों
4

⁣বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে গম এবং ভূট্রা গবেষনা ইন্সটিটিউটে দোয়ার মাহফিল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের গম ও ভূট্রা গবেষনা ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুর সদর ৩ আসনের বিএনপির এমপি প্রার্থী সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ইন্সটিটিউটের মহা পরিচালক ড. মাহফুজ বাজ্জাস, পরিচালক ড. আব্দুল হাকিম, গবেষক নুর আলম এবং আয়োজক শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট এবং সাধারন এনামুল হক রাসেলসহ অন্যান্যরা।
মাহফিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারি শ্রমিকসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশারসহ সব ধর্মের মানুষ। বেগম খালেদা জিয়ার আত্বার মাগফিরাত কামনায় নিজ নিজ ধর্ম মতে দোয়া প্রার্থনায় অংশ নেন তারা।
###

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला