close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Suivant

বাজিতপুরে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে

2,650 Vues· 05/08/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
3 Les abonnés
3
Dans Politique

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫/০৮/২৫ইং রোজঃমঙ্গলবার সকাল এগারো ঘটিকায় বাজিতপুর উপজেলার রেজু মার্কেট থেকে এই গণ মিছিল শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁশ মহলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা আমীর ডাঃমোঃইয়াকুত আলী,সাবেক আমীর আবু তাহের মাষ্টার,নায়েবে আমীর ফারুক আহাম্মদ,সেক্রেটারী ডাঃমোবারক উল্লাহ,কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সাবেক সভাপতি নুর মোহাম্মদ,পৌর সভাপতি হাজী আব্দুল হক,হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম,পিরিজপুর ইউনিয়ন সভাপতি ডাঃহাবিবুর রহমান,হালিমপুর ইউনিয়ন সভাপতি রুবেল খান,সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন,গাজিচর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল কাইয়ুম,দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম,বলিয়াদী ইউনিয়ন সভাপতি ইন্জিনিয়ার জাহান মিয়া,দিঘিরপাড় ইউনিয়ন সভাপতি মাসুম মিয়া,কৈলাগ ইউনিয়ন, হুমাইপুর ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী খান,মাইজচর ইউনিয়ন সভাপতি হাজী আনোয়ার।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা সভাপতি হিজবুল্লাহ,সেক্রেটারী আরাফাত হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থান এর চেতনা কে ধারন করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অতি দ্রুত বিচার কার্যক্রম শেষ করে একটি অবাদ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার এর প্রতি আহবান জানান। আগামী দিনের সংসদ কোরআনের সংসদ,আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে সৎ,যোগ্য,লোকদের নির্বাচিত করার আহবান জানান।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant