বাজিতপুর উপজেলার ভাগলপুরে সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মিছিল।
0
0
25 بازدیدها·
11/07/25
که در
سیاست
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট সৈয়দ এহসানুল হুদার সমর্থনে আজ বিকেলে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের অন্তর্গত ভাগলপুরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ভাগলপুর বাসস্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ।
সমর্থকদের ভাষ্য, “তিনি জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তার ভূমিকা অবিস্মরণীয়।”
بیشتر نشان بده، اطلاعات بیشتر
0 نظرات
sort مرتب سازی بر اساس