अगला

আনোয়ারায় শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগে জরিমানা

516 विचारों· 01/06/25
Imran Hossain
Imran Hossain
2 ग्राहकों
2

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগে আবদুল মোনাফ (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।


রোববার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।


বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, পুকুর ভরাটের অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভরাটকৃত মাটি অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত) ২০১০ অনুযায়ী, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না।


এরআগে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে সরকারী ১নং খতিয়ানের জমির উপর স্থিত ১০০ বৎসরে পুরানো পুকুর ভরাট ও স্থাপনা নির্মাণ বন্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন একই এলাকার বাসিন্দা ও রিজুয়ান মোস্তফা জামে মসজিদের অর্থ সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী।

और दिखाओ

 1 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


Zahidul Islam
Zahidul Islam 1 महीना पहले

অবস্থা খারাপ

0    0 जवाब
और दिखाओ

अगला