下一个

“আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

7 意见· 16/12/25
Abu Rayhan
Abu Rayhan
订户
0
国家

”আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

显示更多

 0 注释 sort   排序方式


下一个