Top videos

⁣ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেদেশের প্রতিরক্ষা হিসাব বিভাগের (Defence Accounts Department) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই বিভাগটিই আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষার মাধ্যমে সশস্ত্র বাহিনীর আর্থিক শক্তি এবং প্রস্তুতি (operational readiness) নিশ্চিত করে থাকে।


বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “প্রতিরক্ষা হিসাব বিভাগ তার আর্থিক পরামর্শ, অডিট, অ্যাকাউন্টিং এবং বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিরক্ষা পরিষেবাগুলোর আর্থিক मजबूती এবং প্রস্তুতি সুনিশ্চিত করে।”
প্রতিরক্ষা হিসাব বিভাগ হলো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি পুরোনো এবং গুরুত্বপূর্ণ বিভাগ, যা সেনাবাহিনীর আর্থিক লেনদেন, বেতন, পেনশন এবং সরঞ্জাম ক্রয়ের বাজেট ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন এক সময়ে এই বিভাগের প্রশংসা করলেন, যখন ভারত দ্রুততার সাথে নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের পথে হাঁটছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সঠিক বাজেট ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। প্রতিরক্ষা হিসাব বিভাগ সেই কাজটিই করে থাকে, যা সেনাবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সহায়তা করে।


রাজনাথ সিংয়ের এই বার্তা বিভাগটির কর্মীদের মনোবল বাড়াবে এবং প্রতিরক্ষা খাতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকারের গুরুত্বকেই তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে।

Juwel Hossain
50 Views · 4 months ago

⁣সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি বলেন, বহিরাগতদের নিয়ে কমিটি হলে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা ঝড়ে পড়বে।
.
তারিখ: ০৪ জুলাই ২০২৫ইং
বার: শুক্রবার
সময়: সন্ধ্যা ৫.৩০ মিনিট
.
🔹 প্রধান অতিথিঃ মো. হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক, বহুলি ইউনিয়ন বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

⁣ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯ জন।

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে মেয়ে বন্ধু নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ইদিক-সেদিক ছুটোছুটি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।

রহমান ইশতি
18 Views · 11 days ago

বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দলের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাব ১৫ অক্টোবর ২০২৫

Minhaj Rahman Adnan
17 Views · 15 days ago

⁣এমপিও ভুক্ত শিক্ষকদের প্রেসক্লাব থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ সরাসরি

Mamun Sorder
17 Views · 20 days ago

⁣আমরা বাঁচবো, নাকি তারা জিতবে ? Pinaki Bhattacharya

Md Hamidul Islam
17 Views · 17 days ago

⁣যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হলো ধুনটের সেই ভাইরাল বটগাছ।
বিলীন হয়েছে ঘরবাড়ি, দোকানপাট, আবাদি জমিও।
স্থানীয়রা বলছেন, এখনই সময় সচেতন হওয়ার, নইলে ধুনট মানচিত্র থেকে হারিয়ে যাবে চিরতরে।

⁣সরকার কিনছে চীনের ২০টি জে-১০ যুদ্ধবিমান — ব্যয় প্রায় ২৭ হাজার কোটি টাকা

SHARIF MIA
18 Views · 4 months ago

⁣যশোর শিল্পকলা একাডেমি থেকে

সমমনা শিক্ষক জোট যশোর জেলার উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা এবং শিক্ষকদের ভুমিকা শীষর্ক সেমিনার

প্রধান অতিথি :অধ্যাপক নার্গিস বেগম ভাইস চেয়ারম্যান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

Nazrul Islam
17 Views · 5 days ago

⁣নির্বাচনের আগে দলীয় প্রশাসনের অপসারণ চান ডঃ হামিদুর রহমান আযাদ এমপি। বুধবার ২২ অক্টোবর কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত মৎস্যজীবীদের সমাবেশে এ কথা বলেন তিনি।

Minhaj Rahman Adnan
17 Views · 15 days ago

⁣প্রেসক্লাব থেকে শহিদ মিনারের উদ্দেশ্যে এমপিওভুক্ত শিক্ষকরা

⁣তিস্তাপাড়ে ৫ জেলায় বিএনপির ১০০ কিমি মশাল মিছিল

⁣সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরসি)'র সভা অনুষ্ঠিত হয়েছে


ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

SHARIF MIA
21 Views · 5 months ago

⁣ঈদুল আজহা জামায়াত শেষ কুরবানির প্রস্থুতি চলছে

Belhaj Badhon
17 Views · 20 days ago

⁣বড়াইগ্রামের বিএনপি নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার যুগ পেরলেও বিচার প্রক্রিয়া ১৫ বছরেও শেষ হয়নি, যা নিয়ে জনমনে প্রশ্ন ও হতাশা

Emran Sarkar
17 Views · 10 days ago

⁣জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংসদে সামনে অবস্থান.hd

Abu Rayhan
17 Views · 12 days ago

দিনাজপুরের বিরলে অটোচালককে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহর থেকে যাত্রী বেশে অটোরিকশায় উঠে শালবন এলাকায় নিয়ে যায় দুই ছিনতাইকারী।
সেখানে অটোচালককে আঘাত করে অটো ছিনিয়ে পালানোর চেষ্টা করে তারা।

আহত চালক মোঃ নভেল, সুইহারী এলাকার সুমন ইসলামের ছেলে।
দীর্ঘ চার ঘণ্টা তল্লাশির পর স্থানীয়রা বনের ভেতর থেকে শ্রাবন ইসলাম ও নভেল নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনগত প্রক্রিয়া চলছে, আর আহত চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Imran Hossain
35 Views · 5 months ago

২০১৯ সালে ঘূর্ণিঝড় ‘ফনি’ সময়ে জন্ম নেওয়ায় শখ করে গরুর নাম রাখা হয়েছে ফনি। শান্ত স্বভাব আর চঞ্চল গরুটির মালিক বরিশাল জেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আবদুল সালাম বেপারি।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যেরটেক পশুর হাটে ৩৫ মন ওজনের গরুটি নিয়ে এসেছেন তিনি। আবদুল সালাম বেপারী ফনি'র দাম হাঁকছেন ১০ লাখ টাকা।

তবে এ হাটে ১ লাখ টাকায় ৫ হাজার টাকা হাসিল আদায়ে অনেকটায় ক্রেতা শূণ্য হাট। ঈদের আর দুইদিন বাকি থাকলেও ঐতিহ্যবাহী এই হাটে নেই ক্রেতার দেখা। অনেক বেপারি অসল সময় পার করছেন ক্রেতার অপেক্ষায়। এমনটায় বলছেন দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসা বেপারিরা।

বেপারি আবদুল সালাম বেপারী বলেন, তিনি ছয় বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি পালন করে বড় করেছেন। স্বভাবে শান্ত প্রকৃতি ও ঘূর্ণিঝড় ‘ফনি’ সময়ে জন্ম নেওয়ায় শখ করে গরুর নাম রাখা হয়েছে ফনি। হাটে তুললে গরুটি দেখতে মানুষ ভিড় করছেন। সেই সঙ্গে দূরদূরান্ত থেকেও ক্রেতারা আসছেন। এখনও পর্যন্ত কোনো ক্রেতা আসেনি কিনার জন্য। ১০ লাখ হাঁকানো হয়েছে। তবে ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি হবে বলে আশা করছি।

সরেজমিনে দেখা যায়, নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ফনি নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। গরুটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং উচ্চতা ৬ ফুট। বদনজর থেকে বাঁচাতে কপালে দিয়েছেন কালো টিপ। ফনিকে ঘাস বাদ দিয়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খাওয়াতে হয় বলেও জানান তারা।

গরুটি দেখাশুনা করছেন তার ছেলে শফিকুল ইসলাম। তিনি বলেন, গরুটি স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায় তবে বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাবার খাওয়াচ্ছি। যত্ন করে লালন পালন করা হয়েছে। সবসময় এটা ফ্যানের নিচে থাকে। রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় এবং প্রতিদিন দুই বেলা গোসল করাতে হয়।

Md Uzzal Mia
17 Views · 11 days ago

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, ও জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার নিজ উপজেলা রেখে অন্য উপজেলার এমপি হওয়ার সুযোগ থাকলেও এমপি হন নি।

Juwel Hossain
17 Views · 24 days ago

⁣ক্ষমতায় গেলে ৬ কোটি মানুষকে মাসে ১ হাজার করে টাকা দিব- মান্না
.
#nagorikoikkyo | #sirajganj | #mrmanna




Showing 8 out of 182