close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

سرفہرست ویڈیوز

রহমান ইশতি
21 مناظر · پہلے 11 گھنٹے

বরগুনা ১ আসনের ধানের শীষের কান্ডারী জননেতা নজরুল ইসলাম মোল্লা বরগুনা পৌর শহরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চান।

Imran Hossain
21 مناظر · پہلے 4 دن

⁣বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম. লোকমান শাহ্

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এম. লোকমান শাহ্।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার ও কাফকো হাউজিং কলোনির সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ বেলাল, শ্রমিক দল নেতা আবু বক্কর ড্রাইভার, বিএনপি নেতা ইমরান শাহ্, শ্রমিকদল নেতা মারুফুল ইসলাম প্রমুখ।

Md Hamidul Islam
21 مناظر · پہلے 14 دن

⁣ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান চলছে পটুয়াখালীর গলাচিপাসহ আশপাশের নদ-নদীতে। অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে এখনো অনেক জেলে নদীতে নামছেন বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

Mamun Sorder
21 مناظر · پہلے 8 دن

⁣জুলাইযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি সংসদ ভবনের সামনে

আই নিউজ বিডি ডেস্ক
21 مناظر · پہلے 13 دن

শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড মারলো পুলিশ।

Nezam Uddin
21 مناظر · پہلے 7 دن

চট্টগ্রামে সিপিজেড এর পর এবার ভয়াবহ আগুন লাগছে শনিবার ঢাকা বিমান বন্দরে, আগুন নিয়ন্ত্রন কাজ করছে ফায়ার সার্ভিস

Mamun Sorder
20 مناظر · پہلے 9 دن

⁣মেয়ের পরীক্ষার রেজাল্ট শুনে মা অনেক খুশি

Mamun Sorder
20 مناظر · پہلے 19 دن

⁣বন্যার জলে গন্ডার লোকালয়ে চলে আসসেরামশাই অঞ্চল অফিস পাড়ার নৌকাবিহারের ঘটনা

Monsur Alam
20 مناظر · پہلے 13 دن

⁣জনগণকে সচেতন করতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে ফেনী পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ

Minhaj Rahman Adnan
20 مناظر · پہلے 17 دن

মা দ কবিরোধী সচেতনতামূলক সভা। কক্সবাজার থেকে

আই নিউজ বিডি ডেস্ক
42 مناظر · پہلے 2 مہینے

⁣পঁনেরো আগস্টকে নাজাত দিবস ঘোষণা করে ধানমন্ডি বত্রিশের সামনে মিষ্টি বিতরণ

Mehedi Hasan
20 مناظر · پہلے 17 دن

⁣নরসিংদীতে শিশুর প্রতি নির্যাতন: প্রমাণ নষ্টের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে

shahadat hossain Munsy
20 مناظر · پہلے 8 دن

⁣কচুয়া চৌমুহনী মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।
চাঁদপুরের কচুয়ায় চৌমুহনী মাদ্রাসায় চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার চৌমুহনী মাদ্রাসার অডিটরিয়ামে চৌমুহনী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি চৌমুহনীবাজার মসজিদের খতিব প্রভাষক মাওলানা শহীদুল্লাহ খানের সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক, কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা ও কচুয়া প্রেসক্লাব সহ-সভাপতি মাওলানা আবু হানিফ নোমানের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উত্তর আলোচনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নাসরিন সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের মুন্সি, কচুয়া আল ফাতেহা মাদ্রাসার শিক্ষক মাওলানা মিয়াজী মোহাম্মদ আব্দুল কাদের, শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ফয়েজ মুন্সী, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ মাহমুদ, অধ্যক্ষ মাওলানা আবু জাফর,, ওয়ালী উল্লাহ মীর, হোসনেয়ারা বেগম, আমিনুল ইসলাম মীর স্থানীয় ছাত্র শিবির নেতৃবৃন্দ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় এতিমখানা শিক্ষার্থী, বয়স্ক পুরুষ মহিলা শিশুসহ সকল শ্রেণীর রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে উপস্থিত সকলের সন্তুষ্টি প্রকাশ করেন এবং দিশারী মেডিকেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Minhaj Rahman Adnan
19 مناظر · پہلے 13 دن

⁣আন্দোলনরত শিক্ষকদের সরাতে অ্যাকশনে পুলিশ

Sayed Aliuzzaman Mohsin
19 مناظر · پہلے 14 دن

⁣“নিরাপদ সড়ক সবার দাবি—সচেতন নাগরিক গড়বে নিরাপদ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১/১০/২৫ বিকেল ৫টার দিকে কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে কটিয়াদি শাখার সকল সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সাধারণ জনগণ, পরিবহন শ্রমিক, চালক ও মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা মিলেই গড়ে উঠতে পারে নিরাপদ সড়ক।

নিসচা সদস্যরা এ সময় পথচারী ও চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং নিরাপদ চলাচলের আহ্বান জানান।

আই নিউজ বিডি ডেস্ক
19 مناظر · پہلے 13 دن


দীর্ঘ ৭ বছর পর স্বামী শহীদ জিয়াউর রহমানের ক ব র জিয়ারতে বেগম খালেদা জিয়া

Juwel Hossain
19 مناظر · پہلے 19 دن

⁣তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই পূরণ হবে জনগণের স্বপ্ন—বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান
.
#mirzamostofa | #bnp | #sirajganj

Emran Sarkar
19 مناظر · پہلے 19 دن

⁣৩ কিলোমিটার ধাওয়া করে মা ইলিশ রক্ষায় প্রশাসনের একশন

Juwel Hossain
19 مناظر · پہلے 3 دن

সিরাজগঞ্জ জেলার রাজনীতিতে বিএনপির এক দৃঢ় স্তম্ভের নাম সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও মাঠপর্যায়ের নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জেলা রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি, যা আজ অনেক তরুণ নেতার জন্য প্রেরণার উৎস।

সাইদুর রহমান বাচ্চু জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ শহরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা আবুল হোসেন ছিলেন সাধারণ ব্যবসায়ী। শৈশবে পিতার মৃত্যু তাঁকে জীবনের বাস্তবতার মুখোমুখি করে তোলে। জ্ঞানদায়িনী হাই স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করলেও, কৈশোরে রাজনৈতিক প্রেরণাই তাঁকে ছাত্র রাজনীতির দিকে টেনে নেয়।

মাত্র ১৫ বছর বয়সে, প্রায় ১৯৭৯ সালে, তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৩-৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার গ্রেফতার হন। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় রাজনৈতিক মামলায় আটক থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি—কিন্তু তাতে তাঁর মনোবল ভাঙেনি।

১৯৮৮-৮৯ এবং ১৯৮৯-৯০ সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। একই সময়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন।

১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তিনি জেলা বিএনপির তৎকালীন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে “বন্যার্ত তহবিল” গঠন করেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এই মানবিক উদ্যোগই তাঁকে মানুষের কাছে “সংগ্রামী নেতা” হিসেবে পরিচিত করে তোলে।

পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ২০২৪ সালের বন্যাতেও তিনি মাঠে ছিলেন ত্রাণ ও সহায়তা কার্যক্রমে। ছাত্র আন্দোলনের “শহীদ ১০” পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করে তিনি আবারও জনমানুষের আস্থা অর্জন করেন।

২০০৩ সালে তিনি মূল দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন এবং একই বছর শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা ও দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থাকার মনোভাব তাঁকে জেলা রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে।

২০০৯ সালের পর থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন, মিছিল ও সভা-সমাবেশে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৬ সালে তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে প্রায় ৬৮টি মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে বিভিন্ন সংবাদসূত্রে জানা যায়। আন্দোলনের সময় তাঁকে বহুবার গ্রেফতার ও হয়রানির শিকার হতে হয়েছে।

২০১৮ সালের নির্বাচনী সময় তাঁর কিছু বক্তব্যই নেতাকর্মীদের উজ্জ্বিত করে রেখেছে। তিনি বলেছিলেন— “আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা পিছু হটব না। ভোটাধিকার আদায়ের লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না।”

তবে রাজনৈতিক জীবন শুধুই সংগ্রামে পূর্ণ নয়; বিতর্কও তাঁকে ছাড়েনি। ২০২০ সালে এক বনভোজনে অংশ নেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তবু তিনি বলেন— “দলীয় শৃঙ্খলা আমার কাছে সর্বাগ্রে। মতবিরোধ থাকতে পারে, কিন্তু দলের ঐক্যই আমার অঙ্গীকার।”

রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন— “আমি রাজনীতি করি জনগণের অধিকারের জন্য। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারই আমার জীবনের লক্ষ্য। জনগণের শক্তিতেই বিএনপি টিকে আছে, জনগণের জন্যই আমরা সংগ্রাম করছি।”

সিরাজগঞ্জের তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাঁকে “বাচ্চু ভাই” নামে চেনেন। সহজ-সরল জীবনযাপন, সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সংগঠনপ্রেম তাঁকে করেছে জনপ্রিয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, “সিরাজগঞ্জ বিএনপি’কে টিকিয়ে রাখার পেছনে সাইদুর রহমান বাচ্চুর ভূমিকা মৌলিক। সংঘাতময় রাজনীতির মধ্যেও তিনি সংগঠন ধরে রেখেছেন।”

দলীয় পুনর্গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি আরও সুসংগঠিত বিএনপি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন “আমার লক্ষ্য পরিষ্কার— সংগঠনের ঐক্য, তৃণমূলের ক্ষমতায়ন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের বিশ্বাস।”

একজন সংগ্রামী রাজনীতিবিদ, সংগঠক ও সামাজিক কর্মী হিসেবে সাইদুর রহমান বাচ্চু আজ সিরাজগঞ্জ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্যাগ, সাহস ও নীতির মিশেলে গড়া তাঁর রাজনৈতিক জীবন কেবল জেলা নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন স্থানীয় বিশ্লেষকরা।


#sydurrahmanbachchu | #bnp | #sirajganj

রহমান ইশতি
19 مناظر · پہلے 10 دن

বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দলের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা-
জাতীয় প্রেস ক্লাব- ১৫ অক্টোবর ২০২৫




Showing 5 out of 173