কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Top videos
ক্ষমতায় গেলে ৬ কোটি মানুষকে মাসে ১ হাজার করে টাকা দিব- মান্না
.
#nagorikoikkyo | #sirajganj | #mrmanna
প্রেসক্লাব থেকে শহিদ মিনারের উদ্দেশ্যে এমপিওভুক্ত শিক্ষকরা
জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংসদে সামনে অবস্থান.hd
আমরা চাই আসলাম ভাই মনোনয়ন পাক
দিনাজপুরের বিরলে অটোচালককে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহর থেকে যাত্রী বেশে অটোরিকশায় উঠে শালবন এলাকায় নিয়ে যায় দুই ছিনতাইকারী।
সেখানে অটোচালককে আঘাত করে অটো ছিনিয়ে পালানোর চেষ্টা করে তারা।
আহত চালক মোঃ নভেল, সুইহারী এলাকার সুমন ইসলামের ছেলে।
দীর্ঘ চার ঘণ্টা তল্লাশির পর স্থানীয়রা বনের ভেতর থেকে শ্রাবন ইসলাম ও নভেল নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনগত প্রক্রিয়া চলছে, আর আহত চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরসি)'র সভা অনুষ্ঠিত হয়েছে
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
জুলাই আগস্ট গনঅভ্যুত্থান শোক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিজয়ের উপলক্ষে শহিদদের স্মরনে স্মরন
জুলাই আগস্ট গনঅভ্যুত্থান শোক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিজয়ের উপলক্ষে শহিদদের স্মরনে স্মরন সভা
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, ও জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার নিজ উপজেলা রেখে অন্য উপজেলার এমপি হওয়ার সুযোগ থাকলেও এমপি হন নি।
বড়াইগ্রামের বিএনপি নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার যুগ পেরলেও বিচার প্র
বড়াইগ্রামের বিএনপি নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার যুগ পেরলেও বিচার প্রক্রিয়া ১৫ বছরেও শেষ হয়নি, যা নিয়ে জনমনে প্রশ্ন ও হতাশা
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুত্তুলিকাতে জু-তার মালা পরিয়েছে ইশরাক সমর্থকরা
জুবায়েদ হ*ত্যা মামলার আসামী প্রেমিকা বর্ষা ও মাহির
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গলাচিপা থানা পুলিশ।
সরকারি নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ জাল অপসারণ ও নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশে দুমড়ে মুচড়ে পড়ে থাকা গাড়ির ইতিহাস
সিন্ডিকেট ব্যবসা চলমান চন্দ্র হাই রোড দখল করে ৬ ফিট রাস্তা দখল
বিস্তারিত বিবরণ:
বাংলাদেশের পোশাক সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে চলছে বিতর্ক। সাধারণ জনগণের মতে, পোশাকের স্বাধীনতা মানে দেশের সাংস্কৃতিক ও সামাজিক শৃঙ্খলাকে অস্বীকার করা। অনেকেই মনে করেন, পোশাকের স্বাধীনতার নামে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যা দেশের আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী। অন্যদিকে, কিছু মানুষ ব্যক্তি স্বাধীনতার পক্ষে কথা বলছেন, যেখানে সবাই নিজের ইচ্ছামতো পোশাক পরার অধিকার রাখে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণ প্রজন্ম ও রক্ষণশীল সমাজের মধ্যে মতপার্থক্য। এ নিয়ে আপনার মতামত কী?
ট্যাগ:
freedom of dress, dress code debate, Bangladesh culture, social values, tradition vs modernity, public opinion, conservative vs liberal, dress freedom controversy, moral policing, cultural identity, dress code in Bangladesh, freedom vs restriction, social norms, religious beliefs, youth opinion, ethical clothing, women's rights, personal freedom, modesty debate, dress policy
হ্যাশট্যাগ:
#freedomofdress #dresscodedebate #bangladeshculture #socialvalues #traditionvsmodernity #publicopinion #conservativevsliberal #dressfreedom #moralpolicing #culturalidentity #dresscodebangladesh #freedomvsrestriction #socialnorms #religiousbeliefs #youthopinion #ethicalclothing #womensrights #personalfreedom #modestydebate #DressPolicy
4o
ঝালকাঠি: খুলানা-ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় সোমবার (৬ অক্টোবর) বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দ্রুতগামী বাস ও চাপা পড়া মোটরসাইকেলে আগুন লেগে দুটি যানবাহনই পুড়ে গেছে।
নিহত স্কুলশিক্ষকের নাম তোফাজ্জল হোসেন (৫৮)। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়া গ্রামের বাসিন্দা।
যেভাবে ঘটলো দুর্ঘটনা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৪৫৩৬)ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রতাপ এলাকার কাছাকাছি এই সংঘর্ষে তোফাজ্জল হোসেনের মোটরসাইকেলটি বাসের চাকার নিচে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাসটি মোটরসাইকেলটিকে চাকার সাথে পিষ্ট করে প্রায় এক কিলোমিটার দূরে ভৈরবপাশা বাজারের কাছাকাছি টেনে নিয়ে যায়।
সংঘর্ষের ফলে তোফাজ্জল হোসেন ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। অন্যদিকে, মোটরসাইকেলের ইঞ্জিনে ঘর্ষণের ফলে মুহূর্তেই আগুন ধরে যায়। এই আগুন দ্রুত বাস ও মোটরসাইকেল দুটিতেই ছড়িয়ে পড়লে দুটি যানই দগ্ধ হয়ে যায়।
উদ্ধার ও শিক্ষকের মৃত্যু
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী তোফাজ্জল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
দুর্ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। নলছিটি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, "ঘটনাটি খুবই দুঃখজনক। বাসচাপায় এক স্কুলশিক্ষক মারা গেছেন। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
জিরানী বাজারে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি
সবাইকে নিয়ে একটি রাষ্ট্রীয় সরকার গঠন হোক । পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে কতটুকু জানে জনগণ?পর্ব
সবাইকে নিয়ে একটি রাষ্ট্রীয় সরকার গঠন হোক । পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে কতটুকু জানে জনগণ?পর্ব :১
“জনগণের আস্থা ফিরে পেতে মামলা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ফেনীর এসপি হাবিবুর রহমান”
রায়পুরে ৬০ বছরের জমি বিরোধ, মামলার ৩৫ বছর পরে ভবন ভেঙে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল আদালত!