আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/০২/২০২৫ ১১:২২এ এম
ভয়াবহ বন্যার কবলে পেরু: লিমা সহ শহর তলিয়ে গেছে পানিতে
লাতিন আমেরিকার দেশ পেরু, এই মুহূর্তে এক ভয়াবহ বন্যার কবলে। দেশটির রাজধানী লিমাসহ আশপাশের অনেক শহর তলিয়ে গেছে তীব্র বৃষ্টিপাতের কারণে। গত দুই সপ্তাহ ধরে চলে আসা ভারি বৃষ্টিপাতের ফলে স্থানীয় নদীর পানি বিপজ্জনক সীমা অতিক্রম করেছে, যার ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।
বন্যার ফলে লিমাসহ আরও কিছু শহরের রাস্তাঘাটও ডুবে গেছে, এবং অনেক বাড়ি-ঘরেও ঢুকে পড়েছে পানি। বাড়িঘরের আংশিক অংশের ক্ষতি হয়েছে, ফলে বিপদে পড়েছেন হাজার হাজার মানুষ। শুধু পানি নয়, ভূমিধসও ঘটেছে বহু এলাকায়, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিপদে পড়েছে স্থানীয় জনগণ, পশু-পাখিও।
তবে, স্থানীয় প্রশাসন এবং জরুরি বিভাগের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। বন্যা কবলিতদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো হচ্ছে, যাতে সেসকল এলাকাবাসী খাবার, পানি, এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য পেতে পারে। এছাড়াও, সাময়িকভাবে পানির স্রোত ঠেকানোর জন্য অস্থায়ী বাঁধ নির্মাণের চেষ্টা চলছে।
এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে, তবে পেরুর মানুষ এখনও এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁদের পাশে দাঁড়িয়ে সাহায্য করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।