বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০১/০২/২০২৫ ০৯:২৬পি এম

শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব, আওয়ামী লীগ নেতাদের জন্য হুঁশিয়ারি: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম

শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব, আওয়ামী লীগ নেতাদের জন্য হুঁশিয়ারি: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা এখন আর সম্ভব নয়। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, ‘‘যত উঁকিঝুঁকি মারবেন, তত বিপদে পড়বেন। হাসিনা আর ফিরবে না।’’

শনিবার পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জামায়াত আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় সব শক্তি থাকলেও তাকে দেশ ছাড়তে হয়েছে এবং এখন তার আর কিছুই নেই। তাই তার দেশে ফিরে আসা সম্ভব নয়।

তিনি আরো বলেন, ‘‘পৃথিবীর ইতিহাসে এমন অনেক স্বৈরশাসক রয়েছেন, যারা ক্ষমতা হারানোর পর কখনোই দেশে ফিরতে পারেননি। যারা এখনো শেখ হাসিনার ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা আসলে ভুল করছেন।’’ তিনি আরো দাবি করেন, হাসিনা সরকার জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতা ধরে রেখেছিল, তবে জনগণের প্রতিরোধের মুখে সরকার টিকে থাকতে পারেনি।

জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। তিনি উল্লেখ করেন, ‘‘২৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার একটি বড় অংশ রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে নেওয়া হয়েছে।’’ এইসব দুর্নীতির জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

তিনি জনগণের ক্ষোভের কথা তুলে ধরে বলেন, ‘‘দেশ কারো একক সম্পত্তি নয়, এটি ১৮ কোটি মানুষের। জনগণ আর দুর্নীতি ও লুটপাটের শাসন দেখতে চায় না। তারা পরিবর্তন চায়।’’

বর্তমান ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘বর্তমান ভোটার তালিকায় প্রায় দুই কোটি ভুয়া ভোটার রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে এসব ভুয়া ভোটার বাদ দিতে হবে এবং ভোটার তালিকা সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জরুরি।’’

সামাজিক শান্তি প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘দেশের নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করার একমাত্র উপায় হলো জামায়াতের নেতৃত্বে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শাসনব্যবস্থা গড়ে তোলা।’’

সমাবেশে জামায়াত নেতারা দাবি করেন, সত্যিকারের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।

এ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মো. আলী আজগার, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ